SIR ইস্যুতে দুরন্ত মোড়! কলকাতা হাইকোর্টে মামলা, সরগরম রাজ্য রাজনীতি


ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। আবেদনকারী পক্ষের দাবি, এসআইআর চালু করার প্রয়োজনীয়তা এবং এর আইনি ভিত্তি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে'র ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে।

আবেদনে বলা হয়েছে, কেন এই বিশেষ সমীক্ষা চালানো হচ্ছে, তার উদ্দেশ্য কী এবং এটি কতটা সংবিধানসম্মত — সেই বিষয়ে আদালতের কাছে পরিষ্কার ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি, ২০০২ সালের মতো এবারও ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশের আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করার ঘোষণা করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের পর থেকেই রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিহারে এসআইআর চালুর পর ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল বলে জানা গিয়েছে। কমিশনের দাবি ছিল — মৃত ও ভুয়ো ভোটারদের নাম মুছে দেওয়ার জন্যই এই পদক্ষেপ। তবে বিরোধী দলগুলির অভিযোগ, এই প্রক্রিয়ার আড়ালে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে।

Post a Comment

Previous Post Next Post