তৃণমূলে ফিরলেন শোভন, পুরোনো দলেই রাজনীতির সেকেন্ড ইনিংস শুরু কাননের, সঙ্গী বৈশাখীও


‘কাননে ফুটিল জোড়াফুল’। তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে ‘সেকেন্ড ইনিংস’ শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সোমবার তৃণমূল ভবনে ‘ঘরওয়াপসি’ হলো কলকাতার প্রাক্তন মেয়রের। জল্পনা ছিল বেশ কিছু দিন ধরেই। বিশেষ করে তাঁকে পুজোর পরেই গত মাসে যখন নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (NKDA) চেয়ারম্যান করা হলো, তখনই বোঝা গিয়েছিল, খুব তাড়াতাড়ি নতুন কিছু হতে চলেছে। জল্পনা সত্যি হলো এ দিন। প্রথমে সরকারি পদ, তার পরে ঘরে ফেরা।


Post a Comment

Previous Post Next Post