কলকাতা: প্রকাশিত হল এসএসসি (SSC)-র অযোগ্যদের তালিকা। আগেই দাগি শিক্ষকদের নামের তালিকা বের করেছিল এসএসসি। আর এবার গ্রুপ সি ও গ্রুপ ডি-র তালিকা প্রকাশ করল কমিশন। এসএসসি-র তৈরি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় নাম রয়েছে মোট ৩ হাজার ৫১২ জনের নাম।
২০১৬ সালে পুরো প্যানেল বাতিলের পর থেকেই অযোগ্য শিক্ষক ও শিক্ষা কর্মীদের নামের তালিকা প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন ‘যোগ্য’ পরীক্ষার্থীরা। এমনকী, সুপ্রিম কোর্টের তরফেও অযোগ্যদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে প্রথম দিকে তালিকা প্রকাশ না করায় কোর্টের কাছে একাধিকবার ধমক খায় SSC। সুপ্রিম নির্দেশ মেনে ফের নতুন করে পরীক্ষা নিচ্ছে কমিশন। আগেই পরীক্ষায় বসেছেন শিক্ষক-শিক্ষিকারা। আর এবার নতুন করে পরীক্ষায় বসতে চলেছেন গ্রুপ সি ও গ্রুপ ডি-র শিক্ষাকর্মীরা। আজ রাত ৮ টা বেজে ৪ মিনিট থেকে গ্রুপ সি ও ডি তে আবেদন নেওয়া শুরু করল এসএসসি (SSC)। আর অযোগ্যদের তালিকা প্রকাশ করা হল ৭টা বেজে ৫৫ মিনিট নাগাদ।