ভোটের আগেই অগ্নিগর্ভ ওন্দা! BJP নেতার দোকানে লুটপাট, বাড়িতে পেট্রোল ঢেলে আগুন


বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাঁকুড়ার ওন্দায়। এবার ওন্দার নাকাজুরি গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে এক বিজেপি নেতার বাড়ি ও দোকানে হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠল। বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত তাপস বারিক ওই এলাকায় বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের প্রধান হিসেবে দায়িত্ব সামলান। বুধবার রাতে দলীয় সম্মেলন সেরে বাড়ি ফেরেন তিনি। অভিযোগ, গভীর রাতে একদল দুষ্কৃতী প্রথমে তাঁর বাড়ির পাশেই অবস্থিত ওষুধের দোকানে চড়াও হয়। সেখানে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি লুটপাট চালানো হয়েছে বলে দাবি।

এরপর দুষ্কৃতীরা তাপস বাবুর বাড়িতে হামলা চালায়। সদর দরজার তালা ভেঙে বাড়ির বাইরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত পরিবার গ্রামবাসীদের সহায়তায় কোনোমতে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়।

এই ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তাঁর দাবি, "তাপস বারিক ও তাঁর পরিবারকে পুড়িয়ে মারার উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তৃণমূল হার নিশ্চিত জেনে এখন হিংসার পথ বেছে নিচ্ছে।"

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, এটি বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের ফল অথবা রাজনৈতিক ফায়দা তোলার জন্য সাজানো ঘটনা।

Post a Comment

Previous Post Next Post