নির্বাচনী ইস্তেহার তৈরির লক্ষ্যে ১১ জনের সংকল্প কমিটি বিজেপির, মাথায় তাপস


নজরে ছাব্বিশ, পাখির চোখ বাংলা। জোরদার কোমর কষে ঘুঁটি সাজাচ্ছে পদ্ম শিবির। নির্বাচনী ইস্তেহার তৈরির লক্ষ্যে ১১ জনের কমিটি তৈরি করল বিজেপি। কমিটির চেয়ারম্যান তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া উত্তর কলকাতার বর্ষীয়ান নেতা তাপস রায়। কনভেনার করা হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়িকে। তিনি একসময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার পদেও ছিলেন। কো-কনভেনার করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। 

এই সংকল্পপত্র কমিটিতে রয়েছেন বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। অশোক লাহিড়ি, অগ্নিমিত্রা পাল ছাড়াও রয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। রয়েছেন দেবজিৎ সরকার, বৈশালী ডালমিয়া, শিশির বাজোরিয়া, অনির্বান গঙ্গোপাধ্য়ায়ের মতো নেতারা। আদপে সমাজের বিভিন্ন স্তর, বিভিন্ন আঙ্গিকে সমাজ ব্যবস্থার সঙ্গে জড়িত নেতাদেরই তুলে এনে ইস্তেহার কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরেই ছুঁইয়েই এই সংকল্পপত্র বিজেপি তৈরি করতে চলেছে বিজেপি, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। 

বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে ঠিক কীভাবে কাজ করবে, কোন কোন খাতে কাজ করবে, সেই প্রতিশ্রুতি গুলিই মূলত জায়গা পাবে সংকল্পপত্রে। তবে রাজ্য় স্তরে এই কমিটি তৈরি হলেও দরকার কেন্দ্রীয় স্তরের অনুমোদন। কেন্দ্রীয় নেতাদের অনুমোদনের পরই তা চূড়ান্ত কাজ শুরু করবে। 

এরইমধ্যে আবার ফের বাংলায় আসছেন অমিত শাহ। আগামী ৩১শে জানুয়ারি বারাসতে জনসভা রয়েছে তাঁর। বারাসতের কাছারি ময়দানে ওই সভা হওয়ার কথা। ১৯ জানুয়ারি বারাসতের কাছারি ময়দানেই সভা করেছিলেন অভিষেক। অন্যদিকে এরইমধ্যে আবার দিলীপ ঘোষের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে জানানো শুরু করল বঙ্গ বিজেপি। দলের সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতির দূরত্ব বেড়েছিল। কিন্তু নিজের মতো করে কর্মসূচি করতেন দিলীপ ঘোষ। নানা টানাপোড়েনের শেষে ডিসেম্বরের শেষ দিনে বিধাননগরের সেক্টর ফাইভের হোটেলে অমিত শাহের উপস্থিতিতে হওয়া দলীয় বৈঠকে ডাক পেয়েছিলেন দিলীপ। তারপর থেকে ফের জনসভায় দেখা যেতে থাকে দিলীপকে। কিন্তু আনুষ্ঠানিক ভাবে কর্মসূচি জানায়নি বিজেপি মিডিয়া বিভাগ। রবিবার থেকে সেই কাজ শুরু হয়ে গেল।

Post a Comment

Previous Post Next Post