জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডে জড়িত যুবককে যাবজ্জীবন সাজা শোনাল সে দেশের আদালত। সাড়ে তিন বছর আগে প্রকাশ্যে শিনজোর বুকে গুলি করেন সাজাপ্রাপ্ত সেই আসামি টেটসুয়া ইয়ামাগামি।
বুধবার শিনজো হত্যাকাণ্ড মামলার সাজা ঘোষণার কথা ছিল। সেই কারণে আদালতকক্ষ এবং চত্বরে ছিল থিকথিকে ভিড়। সেই ভিড়ের মধ্যে দিয়ে নির্লিপ্ত ভাবে হেঁটে আদালতকক্ষে আসেন টেটসুয়া। চোখেমুখে কোনও উৎকণ্ঠার ছাপ ছিল না। আত্মপক্ষ সমর্থনের কোনও চেষ্টাও করেননি তিনি। নিজের অপরাধের কথা স্বীকার করেন।
২০২২ সালের জুলাই মাসে জাপানের নারা শহরে এক জনসভায় যোগ দিয়েছিলেন শিনজো। সেখানে বক্তৃতা করার সময় আচমকাই তাঁর বুক লক্ষ্য করে ধেয়ে আসে গুলি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকা শিনজো। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল তাঁর।
পশ্চিম জাপানের নারা শহরের বাসিন্দা ছিলেন টেটসুয়া। গুলি করার পর পালানোরও চেষ্টা করেননি তিনি। তাই তাঁকে সঙ্গে সঙ্গেই ধরে ফেলে পুলিশ। কেন তিনি গুলি চালিয়েছিলেন? তদন্তকারীদের তিনি জানিয়েছিলেন, শিনজোর প্রতি অসন্তুষ্ট ছিলেন। সে কারণেই তাঁকে হত্যার ছক কষেছিলেন। নিজের বানানো বন্দুক দিয়েই গুলি চালিয়েছেন তিনি।