ডায়মন্ড হারবারে 'সেবাশ্রয়' পরিদর্শনে অভিষেক
দুয়ারে বিধানসভা নির্বাচন। তার আগে জেলা সফরে ঝড় তুলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে জনসংযোগে যাচ্ছেন তিনি। দলীয় সূত্রে খবর, মূলত নিজের উদ্যোগে পরিচালিত স্বাস্থ্য পরিষেবা শিবির ‘সেবাশ্রয় ২’ পরিদর্শনে যাচ্ছেন সাংসদ।
এর আগে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত অন্য ছটি বিধানসভা কেন্দ্রে চলা ‘সেবাশ্রয়’ শিবিরগুলি তিনি পরিদর্শন করেছেন। আজ খোদ ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের শিবিরটি খতিয়ে দেখবেন তিনি। ভোটের আগে নিজের গড়ে দাঁড়িয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাঁর বিশেষ কোনো বার্তা থাকে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।