‘সবুজ দ্বীপ’ নিয়ে ফাটল বাড়ছে নেটোর অন্দরে, ‘গৌরী সেন’ মুখ ফেরালে কোন দেশ দেবে ১,০০০,০০০,০০০,০০০ ডলার?


গ্রিনল্যান্ডের লোভ কিছুতেই ছাড়তে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় প্রতি দিনই নতুন নতুন দাবি জুড়ছেন ‘সবুজ দ্বীপ’ নিয়ে। সুমেরুর বরফে ঢাকা দ্বীপটির দখল কে নেবে তা নিয়ে টানটান স্নায়ুযুদ্ধের পরিস্থিতি। যুযুধান আটলান্টিক পারের দেশ আমেরিকা ও স্ক্যানডেনেভিয়ান দেশ ডেনমার্ক।

সুমেরু ঘেঁষা দেশ গ্রিনল্যান্ডকে নিয়ে উত্তেজনার পারদ সেই যে চড়েছে তা নামার কোনও লক্ষণই নেই। নরমে-গরমে একে অপরের প্রতি তাল ঠুকছে ওয়াশিংটন ও কোপেনহেগেন। চলতি বছরের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চলেছে বিশ্বের বৃহত্তম এই দ্বীপ।

মার্কিন দণ্ডমুণ্ডের কর্তার এই দাবিকে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে গ্রিনল্যান্ডের ‘প্রকৃত অভিভাবক’ ডেনমার্ক। ইতিমধ্যেই বরফের ভূখণ্ডে সেনা নামিয়ে মার্কিন আগ্রাসন ঠেকানোর প্রস্তুতি সেরে রাখতে চাইছে তারা। খনিজ সম্পদে ভরপুর ‘সবুজ দ্বীপের’ মালিকানা নিজেদের হাত থেকে কোনও ভাবেই যাতে ফস্কে না যায় তা নিশ্চিত করতে চায় নর্ডিক দেশ ডেনমার্ক।

গ্রিনল্যান্ডকে ঘিরে জটিলতা তৈরি হয়েছে ৩২টি দেশ নিয়ে গঠিত ‘উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা’ বা নেটোর (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজ়েশন) মধ্যেই। সেনা নামিয়ে আমেরিকার গ্রিনল্যান্ড দখল করার অর্থ হল পক্ষান্তরে নেটোর সদস্যরাষ্ট্রেরই ‘গায়ে হাত তোলা’। সবুজ দ্বীপের দখল নিয়ে ক্রমশ ফাটল চওড়া হচ্ছে নেটোর অন্দরে। ডেনমার্ক তার বন্ধুস্থানীয় রাষ্ট্রগুলিকে নিয়ে আমেরিকা বিরুদ্ধে সুর চড়িয়েছে।

Post a Comment

Previous Post Next Post