ফের রক্তাক্ত অস্ট্রেলিয়া, এলোপাথাড়ি গুলিতে নিহত ৩


বন্ডি বিচে হামলার পরে ফের রক্তাক্ত অস্ট্রেলিয়া। এ বার নিউ সাউথ ওয়েলসে এলোপাথাড়ি গুলি চলল। বৃহস্পতিবার বিকেলে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লেক কার্গেলিগো এলাকায় গুলিকাণ্ডে অন্তত তিন জন নিহত হয়েছেন বলে সূত্রের খবর।

সংবাদমাধ্যম সূত্রের খবর, নিহতদের মধ্যে দু’জন মহিলা এবং একজন পুরুষ। আরও একজন পুরুষকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে গুলি চলার খবর পায় তারা। গুলি কে বা কারা চালিয়েছে, তা এখনও নিশ্চিত জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম এবিসি সূত্রের খবর, ওই এলাকায় বাসিন্দাদের আপাতত ঘরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। যেখানে গুলি চলেছে, সেখানে যেতে নিষেধ করা হয়েছে। Lake Cargelligo- এলাকায় যেখানে গুলি চলেছে, সেটি গ্রামীণ এলাকা।

গত বছরের ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বন্ডি বিচে নাগাড়ে গুলি চলে। ইহুদিদের একটি অনুষ্ঠানে অভিযুক্ত বাবা ও ছেলের এলোপাথাড়ি গুলিতে মারা গিয়েছিলেন ১৫ জন।

Post a Comment

Previous Post Next Post