SIR-এর বিরোধিতায় লাইনে শুয়ে বিক্ষোভ, আটকে গেল হাওড়া-বর্ধমান লোকাল


শনিবারই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশিত হওয়ার কথা। তার আগে SIR প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন বহু মানুষ। এ দিন (২৪ জানুয়ারি) বেলা ১১টা নাগাদ জাতীয় পতাকা হাতে নিয়ে স্টেশনে ঢুকে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। SIR-এর বিরোধিতায় একটি পোস্টার সম্বলিত টোটো নিয়েও তাঁরা স্টেশনে ঢোকার চেষ্টা করেন। যদিও রেল পুলিশ তা সেখান থেকে সরিয়ে দেয়।

এর পরে সাড়ে ১১টা নাগাদ রেল লাইনে শুয়ে পড়েন অনেকে। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় তাঁদের রেল লাইনের ট্র্যাক থেকে সরানো সম্ভব হয়। এই বিক্ষোভের ফলে বর্ধমান স্টেশনে বেশ কিছুক্ষণ আটকে পড়ে হাওড়া থেকে আসা হাওড়া-বর্ধমান লোকাল। যাত্রীরা স্টেশনে নেমে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ ট্রেনটি দাঁড়িয়েছিল। এর পরে বিক্ষোভকারীদের লাইন থেকে সরানোর পরে ট্রেনটিকে কারশেডে পাঠিয়ে দেওয়া হয়। বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয়। কিন্তু স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় রেল পুলিশকে।

বিক্ষোভকারীদের দাবি, তাঁরা এই দেশের নাগরিক। এত বছর ভোট দিয়ে এসেছেন। SIR প্রক্রিয়ায় সমস্ত নথি দেওয়ার পরেও তাঁদের শুনানির জন্য ডাকা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, এই অভিযোগ তুলেছেন তাঁরা। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁদের দাবি, তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। এই প্রতিবাদ স্বতঃস্ফূর্ত।

Post a Comment

Previous Post Next Post