ভোটে অন্যচিত্র, ভবানীপুরে চায়ের আড্ডা-জঙ্গিপুরে সৌজন্য বিনিময়



> সামশেরগঞ্জে ধূলিয়ান পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূলের কো-অর্ডিনেটের হাবিবুর রহমান ওরফে জোহরকে লাথি মারার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
> সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা উচিত নির্বাচন কমিশনের। এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
> ভোটের দিন বুথ পরিদর্শন সেরে ফেরার পথে BJP প্রার্থী সুজিত দাসের মুখোমুখি তৃণমূল প্রার্থী জাকির হোসেন। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সৌজন্য বিনিময়ের অন্য চিত্র দেখল জঙ্গিপুর। তৃণমূল প্রার্থী বলেন, 'আপনার জন্য আমি আছি, আমার জন্য আপনি আছেন।' 'ব্যক্তিগত দ্বন্দ্ব নেইট', মন্তব্য BJP প্রার্থীর।
> CPIM কর্মীদের নিয়ে চায়ের আসর জমালেন ফিরহাদ হাকিম। চায়ের কাপ হাতে বললেন, ' আরে আমরা পাড়ার ছেলে। ছোট থেকে বন্ধু। আমার বাবা, ওঁর বাবাও বন্ধু। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে। তাবলে ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কের জায়গায়।'
> ৭১ নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারের অভিযোগ ওয়ার্ড কো-অর্ডিনেটরের বিরুদ্ধে। অভিযোগ তুললেন CPIM প্রার্থী শ্রীজীব বিশ্বাস।
> নকল EVM নিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল সামশেরগঞ্জে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, ভোট গ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে তৃণমূল প্রার্থীর সমর্থনে ক্যাম্প খুলে নকল EVM দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে লাইনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে। দুটি ঘটনায় কমিশনে অভিযোগ দায়ের হয়েছে।

Post a Comment

Previous Post Next Post