লাটাগুড়ি: পর্যটক টানতে এ বছর প্রথম লাটাগুড়িতে শুরু হলো সাত দিনের এশিয়ান ফোক ফেস্ট। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানের সূচনা করেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার উমেশ খান্ডবহালে, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন।
লাটাগুড়ি রিসর্ট ওনারস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতে এই ধরনের ফেস্টের আয়োজন করা হয়। ভারত ছাড়াও পাশ্ববর্তী বিভিন্ন দেশের লোকসংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পর্যটকরা যাতে ডুয়ার্সে বেড়াতে আসেন সেই জন্য এই আয়োজন। দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক শিল্পী এই ফেস্টে যোগ দিয়েছেন।
ডুয়ার্সের সাঁওতাল, মেচ, রাভা, টোটো, আদিবাসী, বৈরাতি নাচগানের পাশাপাশি এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের লোকসংস্কৃতিকেও দেখার সুযোগ পাবেন পর্যটকেরা। ফোক ফেস্টের আহ্বায়ক দিব্যেন্দু দেবের কথায়, ‘লাটাগুড়ির বুকে এই প্রথম এত বড় ফেস্টের আয়োজন করা হয়েছে৷ এর আগে লাটাগুড়ি ম্যালে এই ধরনের অনুষ্ঠান করা হলেও এত বড় ফেস্ট আগে কখনও হয়নি। নেপাল, ভুটানের শিল্পীদের মন মাতানো অনুষ্ঠানের পাশাপাশি পুরুলিয়ার ছৌ নাচ, অসমের বিহু, মালদার গম্ভীরা ও মানব পুতুল নজর কাড়বে পর্যটকদের।’
উদ্যোক্তাদের তরফে মহুয়া গোপ জানিয়েছেন, আগামী দিনে এশিয়ান ফোক ফেস্ট যাতে সরকারি সুযোগ সুবিধা পায় সেজন্য জেলাশাসকের কাছে দাবি জানানো হয়েছে। জেলাশাসক বলেন, ‘ডুয়ার্সের লাটাগুড়ি–সহ পাশ্ববর্তী এলাকার পর্যটনকেন্দ্রগুলিকে আরও ভালো করার চিন্তাভাবনা চলছে। আগামী দিনে ডুয়ার্সে এই ফেস্টিভ্যাল সরকারি উদ্যোগে করার চেষ্টা করা হবে।’