ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার হেড কোচের ভূমিকায় দেখতে পাওয়া যাবে। রবিবার (২৪ অগাস্ট) প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals) দলের পক্ষ থেকে এমন ঘোষণাই করা হয়েছে। ইতিমধ্যেই খবরটি কার্যত ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর এই খবর শোনার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরাও যারপরনাই উচ্ছ্বাস প্রকাশ করছেন। শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স।
সাউথ আফ্রিকা টি-২০ ক্রিকেট লিগের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হল এই প্রিটোরিয়া ক্যাপিটালস। ২০২৩ সালে তারা রানার্স আপ হলেও, গত বছর টুর্নামেন্টের গ্রুপ পর্যায় থেকে তাদের বিদায় নিতে হয়েছে। আর সেকারণেই দলের হেড কোচ জোনাথন ট্রটকে তারা ছেঁটে ফেলেছে। আর সেই সিংহাসনেই এবার বসানো হল বাংলার মহারাজকে। ওই পোস্টে লেখা হয়েছে, 'এবার ক্যাপিটালস শিবিরে প্রিন্স রাজকীয় মেজাজ আনতে একেবারে প্রস্তুত। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলের নতুন হেড কোচ হিসেবে ঘোষণা করছি।'