ছেলে হয়নি! রাগে ১ বছরের কন্যা সন্তানকে বিষ খাইয়ে ‘খুন’ জওয়ানের


চেয়েছিলেন ছেলে। কিন্তু পর পর দু’বার হয়েছে মে। সেই রাগেই নিজের ১ বছরের কন্যা সন্তানকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল এক জওয়ানের বিরুদ্ধে। গত শুক্রবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার বেহালাবাড়ি গ্রামে। স্ত্রীয়ের অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম রথীন্দ্র দেববর্মা। তিনি ত্রিপুরা স্টেট রাইফেলসের ১০ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী মিতালি দেববর্মার অভিযোগ, রথীন্দ্র বরাবরই পুত্রসন্তান চাইতেন। কিন্তু দ্বিতীয়বার কন্যাসন্তান হওয়ায় তিনি ক্ষুব্ধ হন। এই নিয়ে নিয়মিত তাঁকে অত্যাচার করতেন বলেও অভিযোগ উঠেছে জওয়ানের বিরুদ্ধে। গত শুক্রবার তাঁর রাগ চরমে ওঠে। অভিযোগ, বিস্কুট খাওয়ানোর নাম করে তিনি তাঁর মেয়েকে বাইরে নিয়ে যান এবং বিষ খাইয়ে দেন। প্রাথমিকভাবে শিশুটিকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় আগরতলার জিবি হাসপাতালে। যদিও সেখানে নিয়ে যাওয়ার পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিতালির অভিযোগের ভিত্তিতে ওই জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post