‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের হাজিরা বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী


রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ (Amader Para Amader Samadhan) এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসকদের সঙ্গে মন্ত্রীদের নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং কর্মসূচির সময় সরাসরি মানুষের অভাব-অভিযোগ শুনে সমাধানের উদ্যোগ নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২ অগাস্ট শুরু হওয়া এই প্রকল্প (Amader Para Amader Samadhan) চলবে ৩ নভেম্বর পর্যন্ত। তিন মাসব্যাপী এই কর্মসূচির লক্ষ্য— সরকারি পরিষেবা ও এলাকার সমস্যার সমাধানকে বুথ স্তরে পৌঁছে দেওয়া। পুজোর মধ্যেও কর্মসূচি চলবে বলে গা-ঢিলেমি যেন না হয়, সে ব্যাপারে জেলাশাসকদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ৩১ জুলাই নবান্নে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছিলেন— ‘দুয়ারে সরকার’-এর মতোই এই প্রকল্পকেও সফল করতে হবে।

কর্মসূচির কাঠামো অনুযায়ী, তিনটি বুথ নিয়ে একটি পাড়া গঠিত হবে। প্রতিটি বুথের জন্য বরাদ্দ ১০ লক্ষ টাকা। রাজ্যের মোট ৮০ হাজার বুথের জন্য প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যয় হবে রাজ্য কোষাগার থেকে। রাস্তা নির্মাণ, পানীয় জলের কল বসানো, গ্রামাঞ্চলে সেতু মেরামতি, স্কুলের পরিকাঠামো উন্নয়নের মতো স্থানীয় চাহিদা মেটানোই এর উদ্দেশ্য।

শিবিরগুলি রবিবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বসবে। মানুষের কাছ থেকে সমস্যা শোনার পর ১৫ নভেম্বরের মধ্যে সমাধান করার লক্ষ্য নির্ধারণ হয়েছে। কর্মসূচি কার্যকর করতে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠিত হয়েছে।

নবান্নে মুখ্যমন্ত্রী ভিডিও উপস্থাপনার মাধ্যমে জেলা প্রশাসন ও দফতরীয় আধিকারিকদের কর্মপদ্ধতি বিস্তারিতভাবে বুঝিয়ে দেন— কীভাবে শিবির আয়োজন হবে, অভিযোগ জমা পড়বে এবং সমাধান হবে। এবার থেকে মন্ত্রীদের নিজের নির্বাচনী এলাকার শিবিরে উপস্থিতি নিশ্চিত করাই সরকারের নতুন নির্দেশ।

Post a Comment

Previous Post Next Post