পরকীয়ায় জড়ান স্বামী বিপিন, নিরীহ ‘সাজতে’ স্ত্রীর সামনেই প্রেমিকাকে মার! নয়ডাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য


বছর খানেক আগে পরকীয়ায় জড়িয়ে পড়েন নিকি ভাতির স্বামী বিপিন ভাতি। কিন্তু হাতেনাতে ধরা পড়ে যান স্ত্রীয়ের কাছে। নিরীহ ‘সাজতে’ নিকির সামনেই তাঁর প্রেমিকাকে বেধড়ক মারধর করেন বিপিন। এমনকী তাঁর বিরুদ্ধে পুলিশেও অভিযোগ দায়ের হয়। নয়ডাকাণ্ডে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর ওই তরুণী নয়ডার একটি জরছা থানায় বিপিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল কি না, তা জানা যায়নি। ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, নিকির সন্দেহ হয়েছিল বিপিন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এরপরই তিনি তাঁর স্বামীর উপর নজর রাখতে শুরু করেন। বিষয়টি নিকি তাঁর বোন কাঞ্চনকেও জানান। অবশেষে একদিন বিপিনকে তাঁর প্রেমিকের সঙ্গে তাঁরা হাতেনাতে ধরে ফেলেন। সূত্র মারফত আরও জানা গিয়েছে, নিরীহ ‘সাজতে’ বিপিন স্ত্রী এবং শ্যালিকার সামনেই তাঁর প্রেমিকাকে বেধড়ক মারধর করেন। এরপরই ওই তরুণী বিপিনের বিরুদ্ধে থানায় যান।
গ্রেটার নয়ডার সিরসা এলাকার বাসিন্দা বিপিনের সঙ্গে ন’বছর আগে নিকির বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে যুবতীর উপর অত্যাচার চালাতেন স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের। বাপেরবাড়ি থেকে টাকা আনার জন্য দিনের পর দিন তাঁকে চাপ দেওয়া হত। শুধু মানসিক অত্যাচার নয়, নিকিকে বেধড়ক মারধরও করা হতো বলে অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। কিন্তু সম্প্রতি সেই অত্যাচারের মাত্রা চরমে ওঠে। অভিযোগ, গত বৃহস্পতিবার নিকিকে মারধরের পর তাঁকে জীবন্ত পুড়িয়ে মারেন তাঁর স্বামী এবং শ্বাশুড়ি।

Post a Comment

Previous Post Next Post