উল্লেখ্য, প্রধান নগর থানা এলাকার এসএনটি বাস টার্মিনাল সংলগ্ন জায়গায় একটি অনলাইন ডেলিভারি সংস্থার অফিস ও হাব রয়েছে। সেখানে ডেলিভারি বয়ের কাজ করেন অনেকেই।
জানা গিয়েছে, সোমবার সকালে সেখানেই কাজে আসেন অভিযুক্ত ওই যুবক। দুপুর থেকেই মদ্যপ অবস্থায় অসংলগ্ন আচরণ করছিলেন তিনি বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে সংস্থার কর্মীরা ওই যুবককে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু বিকালে ফের অফিসে চলে আসেন সেই যুবক। এর পর প্রকাশ্যেই অশালীন আচরণ করতে থাকেন তিনি। পথচলতি মহিলাদের দেখে ইঙ্গিতপূর্ণ এবং অশালীন আচরণ করতে থাকেন তিনি বলে অভিযোগ। তাতে লজ্জিত হয়ে অনেকেই মুখ লুকিয়ে পালানোর চেষ্টা করন। এই নিয়ে বিব্রত হন মহিলারা। বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে যেতেই স্থানীয় অনেকে ওই সংস্থার অফিসে গিয়ে অভিযোগ জানাতে শুরু করেন। কিন্তু তাতেও অভিযুক্ত যুবকের আচরণে বিন্দুমাত্র পরিবর্তন হয়নি।
এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রধাননগর থানার পুলিশ। ওই যুবককে নিয়ে যাওয়া হয় থানায়। পুলিশ সূত্রে খবর, ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে রাতেই ইঙ্গিত দিয়েছেন সেখানকার এক পুলিশ আধিকারিক।