ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে এসআইআর করুন কারোর কোনও আপত্তি নেই। মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে এভাবেই কেন্দ্র ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিরোধীদের নির্বাচন কমিশন(ECI ) ঘেরাও অভিযানে দিল্লি পুলিশের বর্বরতার বিরুদ্ধে চড়া সুর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায়। তিনি বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদের দিল্লি পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। বর্বরের মতো মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে। কেন? কারণ কমিশনের কাছে বিরোধীদের প্রশ্নের জবাব নেই। যদি তর্কের খাতিরে ধরে নিই ভোটার তালিকায় গন্ডগোল রয়েছে, তাহলে সেই তালিকা মেনে লোকসভায় বা মহারাষ্ট্র- হরিয়ানায় হওয়া বিধানসভা ভোটে নির্বাচিত প্রতিনিধিরা পদত্যাগ করুন। প্রধানমন্ত্রী – স্বরাষ্ট্রমন্ত্রীসহ আগে বিজেপির মন্ত্রীরা পদত্যাগ করুন, তারপর বিরোধী সাংসদরাও করবেন। বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্য গুলোতে এসআইআর হবে আর যেখানে ক্ষমতায় রয়েছে গেরুয়া দল সেখানে এই নিয়ম কার্যকরী হবে না, এটা চলতে পারে না। এক যাত্রায় পৃথক ফল হবে না। ক্ষমতা থাকলে লোকসভা ভেঙে দিয়ে সারা দেশ জুড়ে এসআইআর (SIR ) করুন আপত্তি নেই।”