সোমের সকালেই দুঃসংবাদ! প্রয়াত 'কান্তারা' অভিনেতা ...


সোমবার সকাল হতেই দুঃসংবাদ। প্রবীণ কন্নড় অভিনেতা ও শিল্প পরিচালক দীনেশ ম্যাঙ্গালুরু পাড়ি দিয়েছেন পরপারে। টিভি৯-এর প্রতিবেদন অনুযায়ী, ভোর প্রায় ৩:৩০ মিনিটে উদুপির নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। জনপ্রিয় কন্নড় ছবি কেজিএফ, কিচ্চা এবং কিরিক পার্টি-তে অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। কেজিএফ ছবিতে তিনি বোম্বে ডনের ভূমিকায় অভিনয় করেছিলেন।

উদয়বাণী পত্রিকার খবরে জানা যায়, কান্তারা ছবির শুটিং চলাকালীন দীনেশ স্ট্রোকে আক্রান্ত হন। পরে বেঙ্গালুরুতে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলেও গত সপ্তাহে আবার অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে অঙ্কদক্কাত্তে সুরেগন হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ এক বছর ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন এবং মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই হাসপাতালে ভর্তি ছিলেন। মূলধারার সিনেমায় আসার আগে দীনেশ থিয়েটারে দারুণ সক্রিয় ছিলেন। তিনি প্রথমে বেশ কিছু ছবিতে শিল্প পরিচালক হিসেবে কাজ করেন। যার মধ্যে রয়েছে প্রার্থনা, তুঘলক, বেত্তাদা জীব, সূর্য কান্তি ও রাবণ সহ আরও বহু ছবি। পরবর্তীতে রানা বিক্রম, আম্বারি, সাভারি, ইন্তি নিন্না বেটি, আ ডিঙ্গি এবং স্লাম বালার মতো ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।

দীনেশের মরদেহ সোমবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে নিয়ে আসা হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে লাগেরেতে তাঁর বাসভবনে শেষ শ্রদ্ধার জন্য রাখা হবে এবং সুমনাহল্লি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। উদুপি জেলার কুন্দপুরে জন্মগ্রহণকারী দীনেশ দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন। মৃত্যুকালে সঙ্গে ছিলেন স্ত্রী ভারতী, দুই পুত্র পবন ও সজ্জন।

Post a Comment

Previous Post Next Post