CAB-র অনুষ্ঠানে ঘরের তারকারাই, প্রধান অতিথি কলকাতার মেয়র


শোনা গিয়েছিল যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খানদের নাম। তাঁদের উপস্থিতিতে হওয়ার কথা ছিল সিএবির বর্ষসেরা অনুষ্ঠান। কিন্তু ৩০ অগস্ট এঁরা কেউই আসছেন না। সিএবি আমন্ত্রণ জানিয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। তিনি থাকছেন।

আর থাকবেন বাংলার টেস্ট তারকা আকাশ দীপ। তিনি দুপুরে অনুষ্ঠানে আসবেন। রাতেই ফিরে যাবেন। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সোমবার রাতে বললেন, ‘কোনও ক্রিকেটারকেই ওই সময়ে পাওয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করেছিলাম।’ ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য থাকবেন।

টেস্ট টিমে সুযোগ পাওয়ার জন্য আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরনকে বিশেষ সম্মান জানানো হবে। যদিও খেলা থাকায় অভিমন্যু আসতে পারবেন না। বাকি নানা বিভাগে যাঁরা সম্মানিত হবেন, তাঁরা থাকছেন। আসলে সিএবিতে এখন প্রবল ভাবে ভোটের হাওয়া। ২২ সেপ্টেম্বর এজিএমে ঠিক হবে নতুন কমিটি।

সৌরভ গঙ্গোপাধ্যায় প্রেসিডেন্ট পদে লড়বেন, আগেই জানিয়েছিলেন। এ দিনও একই কথা বলেন তিনি। তবে সৌরভ দাঁড়ালে ভোট হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। অন্য পদে নির্বাচন হলেও হতে পারে। সব স্পষ্ট হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। তার আগে পর্যন্ত সিএবিতে রোজই উঠছে বিতর্কের ঝড়।

Post a Comment

Previous Post Next Post