এমনিতেই শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে। আর এরই মধ্যে ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের দেহ উদ্ধারের পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
ঢাকার দাবি, যে ভাবে ওই তিন জনকে মারা হয়েছে তা ‘মানবাধিকারের গুরুতর লঙ্ঘন’। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হয় বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে।
তবে, শুক্রবার বাংলাদেশের কথার কড়া জবাব দিয়েছে ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই তিন জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তারা গোরু চুরি করতে বুধবার ভারতে ঢুকেছিলেন। ভারতীয় ভূখণ্ডের প্রায় ৩ কিলোমিটার ভেতরে ঢুকে বিদ্যাবিল গ্রামে ঢুকে পড়েন ওই তিন পাচারকারী। ওই এলাকায় ঢুকে গোরু চুরি করার চেষ্টাও করেন তারা। সেখানে স্থানীয় বাসিন্দাদের ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করাঅ হয়। ওই হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের। অন্য বাসিন্দারা এসে তাদের প্রতিহত করেন।