ইরানে এসিএল টু এর ম্যাচ খেলতে না যাওয়া। তার পর শিল্ডের গ্রুপের শেষ ম্যাচে বিক্ষোভে পুলিশের লাঠি চার্জে কয়েক জন মোহনবাগান সমর্থক আহত হওয়ার পর অভিমান বেড়েছিল মোহনবাগান সমর্থকদের একটা বড় অংশের। ডার্বির আগের দিন সন্ধ্যায় পাঁচটি মোহনবাগান ফ্যান ক্লাবের সঙ্গে বৈঠকে বসেছিলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বোস। সেই বৈঠকে দীর্ঘক্ষণ ফ্যান ক্লাবের সদস্যদের কথা শোনেন দুই মোহনবাগান শীর্ষ কর্তা। বৈঠকের পর দুই শীর্ষ কর্তাই জানান, শনিবার অভিমান সরিয়ে দলকে সমর্থন করতে মাঠে যাবেন এই সমর্থকরা।
ঘণ্টাখানেক বৈঠকের শেষে মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বলেন, “ওদের কিছু বক্তব্য ছিল। সমর্থকদের বাদ দিয়ে ক্লাব হতে পারে না। আমি আর সৃঞ্জয় ওদের সঙ্গে বসেছিলাম। সমর্থকদের কষ্ট আমরা বোঝার চেষ্টা করলাম। অবশ্যই ওদের কষ্টের দিকটা আমরা দেখব। ওরা শনিবার মাঠে আসবে। সবরকমভাবে ক্লাবের পাশে থাকবে। দলকে সমর্থন করবে।” শুক্রবার রাতে মোহনবাগান দুই শীর্ষ কর্তার সঙ্গে বসার আগে বিকালে ডার্বির সাংবাদিক সম্মেলনে এসেই মোহনবাগান কোচ জোসে মোলিনা আর অধিনায়ক শুভাশিস বসু সমর্থকদের শনিবার পাশে থাকার আহ্বান জানিয়েছিলেন।