দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কড়া নজরদারির নির্দেশ জারি করল নবান্ন


কালীপুজো ও দীপাবলির আগে রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নজরদারির নির্দেশ দিল নবান্ন। বৃহস্পতিবার মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি প্রায় ৪৫ মিনিট ধরে সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ওই বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়। মুখ্যসচিব বৈঠকে স্পষ্টভাবে জানান, উৎসবের সময় দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজনে বাজারে অভিযান আরও বাড়াতে হবে। কোনও ভাবেই মূল্যবৃদ্ধি হতে দেওয়া যাবে না। এখনও দাম নিয়ন্ত্রণে রয়েছে, তবে উৎসবের সময় বিশেষ নজরদারি রাখতে হবে।

ছটপুজো পর্যন্ত জনসমাগম নিয়ন্ত্রণেও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। ডিজি নির্দেশ দিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখার পাশাপাশি কোথাও কোনও বিশৃঙ্খলা যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে। দূষণ নিয়ন্ত্রণেও নবান্ন কড়া অবস্থান নিয়েছে। মুখ্যসচিব জানান, উৎসবের সময় শব্দ ও বায়ুদূষণ রোধে পুলিশের নজরদারি আরও বাড়াতে হবে। বিশেষ করে কলকাতা ও শহরতলির বহুতল আবাসনে বেআইনি বাজি বা শব্দদূষণ হচ্ছে কি না, তার ওপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post