বর্ষা বিদায়ের বাতাসে হেমন্তের আমেজ। ভোর রাতের হিমেল স্পর্শ শীতের (Winter) হাতছানি বুঝিয়ে দিচ্ছে। কিন্তু বৃষ্টি কি সত্যিই ব্যাগ গুছিয়ে চলে যেতে পারলো নাকি এখনও বাংলার প্রতি রয়ে গেছে তার পিছুটান? অক্টোবরের তৃতীয় সপ্তাহে এই প্রশ্ন ওঠার কারণ অবশ্যই হাওয়া অফিসের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, শনি ও রবিবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন মেঘলা আকাশে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বর্ষণ চলবে। তবে সোমবার থেকে ফের পরিষ্কার আকাশের দেখা মিলবে।
দুর্গাপুজো কেটেছে বৃষ্টির আশঙ্কায়, দীপাবলিতেও (Diwali ) সেই একই কাঁটা থাকছে কিনা তা নিয়ে সংশয় ছিল বাঙালির। আবহবিদরা জানিয়েছেন, আগামী সপ্তাহের গোড়া থেকে দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। কালী পুজো (Kali Puja)এবং ভাইফোঁটা (Bhai Fonta) দুদিনই উজ্জ্বল আকাশের দেখা মিলবে।পার্বত্য এলাকায় শনিবার হালকা কুয়াশা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।