৩টি মোটরবাইকে পর পর ধাক্কা মারল গাড়ি, জয়পুরে জাতীয় সড়কে বেপরোয়া গতির বলি ৪


রাজস্থানের জয়পুরে জাতীয় সড়কে ভয়ানক দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের। বুধবার ভোর ৩টে নাগাদ রাজস্থানের জয়পুরের চোমু এলাকায় ৫২ নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনা ঘটে। পাঞ্জাবের সাঙ্গরুর থেকে কর্নাটকের আঙ্কোলা পর্যন্ত বিস্তৃত এই জাতীয় সড়কে একটি থার গাড়ি প্রচণ্ড গতিতে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি মোটরবাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। 

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনার সময়ে গাড়ির মধ্যে ৭ জন ছিলেন। তাঁরা সকলেই একই পরিবারের। রাজস্থানের শিকার জেলার খাটুশ্যামের মন্দির দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই গাড়ির গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে সামনের তিনটি বাইকে সজোরে ধাক্কা মারেন চালক। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পরে প্রথমে সবাইকে চোমুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহতদের পাঠানো হয় এসএমএস হাসপাতালে। দুর্ঘটনায় বাইকগুলি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ গাড়িটিকে আটক করেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে, ঠিক কী কারণে দুর্ঘটনা, তার তদন্ত করছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post