হোয়াইট হাউসের বাইরের ব্যারিকেডে ধাক্কা অজ্ঞাতপরিচয় গাড়ির! গ্রেফতার সন্দেহভাজন


হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল একটি গাড়ি। মঙ্গলবার রাতে (স্থানীয় সময়) আচমকাই ওই গাড়িটি ধাক্কা মারে হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনীতে। গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে চালক অক্ষত ছিলেন বলেই দাবি। সেই ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতার করেছে আমেরিকার পুলিশ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার, ২১ অক্টোবর স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ এক ব্যক্তি তাঁর গাড়ি নিয়ে ঢুকে পড়েন হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনীতে। ‘আমেরিকান সিক্রেট সার্ভিস’ ঘটনার কথা জানিয়েছে। বিবৃতি জারি করে ওই সংস্থা দাবি করেছে, মঙ্গলবার রাতে একটি গাড়ি দ্রুতগতিতে এসে হোয়াইট হাউসের বাইরের নিরাপত্তা বেষ্টনীর এক ব্যারিকেডে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে। নিরাপত্তারক্ষীরা ছুটে এসে ঘাতক গাড়িটি আটক করে। কেন চালক এমন কাণ্ড ঘটালেন, তার কারণ খুঁজছে পুলিশ। সিক্রেট সার্ভিসের মুখপাত্র এ বিষয়ে জানান, ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে। তবে প্রাথমিক তদন্তে মার্কিন পুলিশের অনুমান, এটা নিছকই দুর্ঘটনা। এর নেপথ্যে কোনও হুমকি ছিল না।

উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনের গেটে অজ্ঞাত গাড়ি ধাক্কা মারার ঘটনা নতুন নয়। গত বছরে দু’বার এমন ঘটনা প্রকাশ্যে এসেছিল। গত বছরের গোড়াতে হোয়াইট হাউস চত্বরের বাইরের গেটে ধাক্কা মেরেছিল একটি অজ্ঞাতপরিচয় গাড়ি। আর সেই বছরে মে মাসে দ্বিতীয় বার অজ্ঞাতপরিচয় গাড়ি ধাক্কা মেরেছিল হোয়াইট হাউসের গেটে। সেই ঘটনায় চালকের মৃত্যু হয়েছিল। পুলিশ জানিয়েছিল, সেটাও ছিল নিছক দুর্ঘটনা। তবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বারের ঘটনা ফের হোয়াইট হাউসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উস্কে দিল।

Post a Comment

Previous Post Next Post