‘এলিট’ এসি লোকালের জেরে দেরিতে চলছে সব ট্রেন! ক্ষুব্ধ নিত্যযাত্রীরা



মাস দেড়েক হল শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল চালু হয়েছে। কিন্তু এই ট্রেনের দৌলতেই সকালের দিকে বিড়ম্বনায় পড়েছেন শিয়ালদহ মেন শাখার যাত্রীরা। অভিযোগ, এসি লোকালকে জায়গা দিতে গিয়ে আপ লাইনের অন্য লোকাল ট্রেন সময় মেনে চলছে না। প্রতিদিনই ১৫-২০ মিনিট দেরিতে আসছে ট্রেন। যার জেরে স্কুল, কলেজ বা অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে নিত্যযাত্রীদের।

নিত্যযাত্রীদের বক্তব্য, ওই এসি লোকালটা শিয়ালদহ থেকে ৯টা ৪৮ মিনিট নাগাদ ছাড়ে। বিধাননগরে পৌঁছয় ১০টার আশপাশে। আপ দত্তপুকুর লোকাল ১০টা ০৬ নাগাদ পৌঁছনোর কথা বিধাননগরে। কিন্তু এসি লোকালকে ছাড়তে গিয়ে সেই ট্রেন আসে ১০টা ২০ হয়ে যায়। এছাড়া বনগাঁ, বারাসত-সহ একাধিক লোকাল দেরিতে ঢুকছে। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। তাঁদের বক্তব্য, পরিকাঠামো না তৈরি করে এরকমভাবে এসি ট্রেন চালিয়ে দেওয়ার মানে কী! তা ছাড়া ওই এসি লোকালটিতে যাত্রীও হয় না খুব একটা। কিন্তু ফাঁকা ট্রেন চলার কারণে বাকি লোকাল দেরি হয়ে যায়।

Post a Comment

Previous Post Next Post