হাইকোর্টের নির্দেশিকা। কলকাতা পুলিশের নজরদারি। গ্রেফতারি। তা সত্ত্বেও কিছু মানুষের অমানবিকতায় এবছরের কালীপুজোতেও রোখা গেল না শব্দ দানবের দৌরাত্ম্য। সেই শব্দবাজির (fire cracker) কারণে আচমকাই নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় (Surajith Bandyopadhyay)। সোশ্যাল মিডিয়ায় নিজেই অসহনীয় সেই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য সাহায্য প্রার্থনা করেন।
বাজির দৌরাত্ম্যে শহরের বিভিন্ন এলাকাতেই বয়স্ক মানুষেরা শারীরিক সমস্যার সম্মুখীন হন। একই রকম সমস্যার কথা জানান অভিনেতা সুরোজিতও। বাগবাজারে (Baghbazar) নিজের ফ্ল্যাটে অসুস্থ হয়ে পড়ার কথা জানান। কালীপুজোর (Kalipuja 2025) সন্ধ্যায় নিজেকে ঘরবন্দি রাখেন অভিনেতা। প্রয়োজনে বারান্দায় বেরোতেই প্রবল শব্দবাজির আওয়াজে আচমকা অসুস্থ বোধ করেন। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ওষুধে শেষ পর্যন্ত কিছুটা উপশম মেলে।
অভিনেতার ফ্ল্যাটের ছাদেই বাজি ফাটানো হচ্ছিল বলে তিনি অভিযোগ করেন। অসুস্থ বোধ করায় সাহায্যের প্রার্থনা করেন। যদিও কলকাতা পুলিশের (Kolkata Police) জন্য অত্যন্ত ব্যস্ত রাতে ১০০ নম্বরে (100 Dial) ফোন করে সদুত্তর না পাওয়ার দাবিও করেছেন তিনি। তবে অভিনেতার সোশ্যাল মিডিয়া পোস্টটি পরে তুলে নেওয়া হয়।