দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় ফের ভয়াবহ দুর্ঘটনা। মারাত্মক এই বিপত্তিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাহাড় নগরীতে। বৃহস্পতিবার গভীর রাতে সোনাদায় গুড্ডি রোডের ১১০ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকসহ দু'জনের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাতভর চলে উদ্ধার অভিযান। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পর্যটনের মরশুমে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে পাহাড়-শহর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।