কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শনিবার সকালে ধর্মতলা থেকে মোট ৬০০ কেজি বেআইনি বাজি উদ্ধার করা হয়েছে। ধৃত যুবককে জেরায় পুলিশ জেনেছে, বিপুল পরিমাণ ওই নিষিদ্ধ বাজি আসানসোলে পাঠানো হচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে ধর্মতলা বাস টার্মিনাসের কাছে মেয়ো রোডে অভিযান চালায় পুলিশ। ধৃতের কাছে তিন বস্তা এবং একটি বাক্সে উদ্ধার হয় বিপুল পরিমাণ ওই নিষিদ্ধ বাজি। চকলেট বোম থেকে শুরু করে বেশ কিছু নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে। ধৃত বছর ২৩-এর ওই যুবক তোপসিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।