বিদ্যাসাগর সেতুতে দাউ দাউ করে জ্বলছে বেসরকারি যাত্রিবাহী বাস, তীব্র যানজটে নাকাল যাত্রীরা


বুধবার সাতসকালে বিদ্যাসাগর সেতুতে একটি যাত্রিবাহী বাসে আগুন ধরে যায়। সেতুর উপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। দ্রুত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। হতাহতের কোনও খবর নেই। দমকলের দু’টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
জানা গিয়েছে, সকাল সাতটা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে একটি বেসরকারি বাসে আগুন লাগে। মুহূর্তের মধ্যে গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। তবে বাসে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রী এবং চালক, কন্ডাক্টর সবাই বাস থেকে নেমে পড়েন। দমকলের দু’টি ইঞ্জিন দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই আগুন। এর ফলে প্রায় পৌনে এক ঘণ্টা সেতুতে হাওড়া থেকে কলকাতাগামী যানবাহন আটকে পড়ে।

Post a Comment

Previous Post Next Post