ফের নাবালিকাকে গণধর্ষণ, উত্তাল কমলাপুর এলাকায়
ফের নাবালিকা নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য দমদমের কমলাপুর এলাকায়। স্থানীয় কমলাপুর গার্লস স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে জোর করে টোটোয় তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। রবিবার ব্যারাকপুর আদালতে তোলা হলে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।
সূত্রের খবর, শনিবার বিকেলে টিউশন পড়তে সাইকেল নিয়ে বেরিয়েছিল ওই নাবালিকা। পথে এক পরিচিত যুবকের সঙ্গে দেখা হয় তার। এরপর দু’জনে মিলে কমলাপুর পার্কে কিছুক্ষণ গল্প করে। পরে ওই যুবক এবং তার দুই বন্ধুরা মিলে মেয়েটিকে জোর করে একটি টোটোয় তুলে মতিলাল কলোনির হরিজন বস্তির একটি ঘরে নিয়ে যায়। সেখানেই তিনজন মিলে নাবালিকাকে নির্যাতন করে বলে অভিযোগ।
অভিযুক্তদের নাম বিকি পাসওয়ান, রাজেশ পাসওয়ান এবং সঞ্জু সাহা— তিনজনই স্থানীয় বাসিন্দা। রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসার পর ঘটনাটি জানাজানি হয়। পরিবারের পক্ষ থেকে রাতেই দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়। রবিবার সকালে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রবিবার দুপুরে বিজেপি-র পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় দমদম থানার সামনে, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং নাবালিকার জবানবন্দি নেওয়া হয়েছে।