আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা, ঘটনাস্থলে সিপি, মুখ্যমন্ত্রী


কয়লাকাণ্ডে রাজ্যে দুরন্ত অভিযান ইডির। সল্টলেকের আইপ্যাকের অফিসে হানা ইডির। পাশাপাশি লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। পোস্তায় এক ব্যাবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে কয়লাকাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় তল্লাশি চালাচ্ছে ইডির টিম। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা দেওয়ার কিছু সময়ের পরই ঘটনাস্থলে তড়িঘড়ি হাজির হন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, পাশাপাশি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment

Previous Post Next Post