‘ICC-র ইভেন্ট, BCCI-কে কেন বলব?’, বিশ্বকাপ খেলা নিয়ে মুখ খুললেন BCB প্রধান


মুস্তাফিজ়ুর রহমানকে IPL-এ খেলতে না দেওয়ার প্রতিবাদে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না বলে জানিয়েছে বাংলাদেশ। এই নিয়ে ICC-কে ইমেইলও পাঠিয়েছে তারা। সেই দাবি মেনে ICC নতুন সূচি বানানোর কাজ শুরু করে দিয়েছে, এমনটাই প্রকাশ একাধিক রিপোর্টে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি এখনও। কিন্তু এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ ICC-র ইভেন্ট হওয়ায় তাদের সঙ্গেই আলোচনা করবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন BCB-র প্রেসিডেন্ট আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের সঙ্গে দু’বার মিটিং হয়েছে আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার আগে। ভারতে দল পাঠানোটা নিরাপদ মনে হয়নি আমাদের। তাই ICC-কে লেখা একটা চিঠিতে আমরা জানিয়েছি বিষয়টা। আশা করছি কবে আমাদের সঙ্গে মিটিংয়ে বসবে ICC, সেটা শীঘ্রই জানাবে ওরা।’

এই নিয়ে BCCI-কে পরোক্ষভাবে কটাক্ষও করেছেন তিনি। জানিয়েছেন, সবটাই ICC-র উপরে নির্ভর করছে। আমিনুল বলেন, ‘আমরা জানি না ICC কী প্রতিক্রিয়া দেবে। তবে আমরা যা চেয়েছি সেটা নিয়মের মধ্যেই। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনও যোগাযোগ করিনি কারণ এটা ICC-র ইভেন্ট। তাই ICC-র সঙ্গেই যোগাযোগ করছি।’ তবে এতে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন না তিনি। এখন শুধু বিশ্বকাপেই ফোকাস করতে চান তাঁরা, এমনটাই জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post