আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ইতিমধ্যে বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজ়ুর রহমানকে দল থেকে রিলিজ় করে দিয়েছে। তবে এই সিদ্ধান্তটি একেবারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) ছিল না। আর না আইপিএল গভর্নিং কাউন্সিলের থেকে কোনও পরামর্শ গ্রহণ করা হয়েছিল। প্রসঙ্গত, মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএল টুর্নামেন্ট থেকে রিলিজ় করে দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, আগামী মাসে আয়োজিত ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলতেও তারা ভারতে আসবে না।
মুস্তাফিজ়ুর রহমানকে নিয়ে বিতর্কের পারদ ক্রমশ বাড়ছে। এবার একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এই রিপোর্টে মুস্তাফিজ়ুরকে রিলিজ় করার ব্যাপারে একটি নতুন তথ্য উঠে এসেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে, বাংলাদেশের পেস ব্যাটারি মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএল টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তটি ভারতীয় ক্রিকেট বোর্ডের একেবারে উচ্চস্তর থেকে গ্রহণ করা হয়েছে। আইপিএল টুর্নামেন্টের সঙ্গে যুক্ত বিসিসিআইয়ের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আমরাই তো এই ব্যাপারে সংবাদমাধ্যম মারফৎ জানতে পেরেছি। কোনও আলোচনা আমাদের সঙ্গে করা হয়নি। এমনকী, আমাদের থেকে এই ব্যাপারে কোনও পরামর্শও গ্রহণ করা হয়নি।
আদৌ জানানো হয়েছিল IPL-এর গভর্নিং কাউন্সিলকে?
মুস্তাফিজ়ুর রহমানকে রিলিজ় করার জন্য আদৌ কি কোনও বোর্ড মিটিং ডাকা হয়েছিল? আদৌ জানানো হয়েছিল আইপিএল গভর্নিং কাউন্সিলকে? এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। গত শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে সরাসরি নিজেদের সিদ্ধান্ত পেশ করা হয়। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া বলেন, সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে, তা মাথায় রেখেই কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই নির্দেশ দিয়েছে যে মুস্তাফিজ়ুর রহমানকে যেন যত দ্রুত সম্ভব রিলিজ় করে দেওয়া হয়।
ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বাংলাদেশ
এই নির্দেশের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা ভারতে ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে না। এখানেই শেষ নয়। রবিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইপিএল টুর্নামেন্ট সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে, সেকারণে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলও অনির্দিষ্টকালের জন্য ভারত সফর স্থগিত করেছে। অন্যদিকে, আগামী অগাস্ট মাসে ভারতীয় পুরুষ ক্রিকেট দল বাংলাদেশ সফরে যাবে কি না, তা নিয়েও যথেষ্ট সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে।