'একদিন ভাল খেললে, চারদিন খারাপ খেলি...', ডুরান্ড হেরে মুখ খুললেন DHFC কর্তা


২০২৫ ডুরান্ড ফাইনালে নর্থ-ইস্ট ইউনাইটেডের (NorthEast United FC) সামনে কার্যত দুরমুশ হয়ে গেল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। শনিবার (২৩ অগাস্ট) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। ফাইনাল খেলায় পেদ্রো বেনালির দল ৬-১ গোলে জয়লাভ করেছে। অন্যদিকে, এই হারের পর রীতিমতো মুষড়ে পড়েছেন DHFC কর্তা মানস ভট্টাচার্য।

ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি: মানস ভট্টাচার্য
ম্য়াচের শেষে তিনি বললেন, 'সেমিফাইনাল ম্য়াচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই দলটা যে লড়াই করেছিল, ফাইনালে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশেষ করে দলের রক্ষণভাগে এত ফাঁকফোকড় থাকলে, বড় ম্য়াচে কখনই জেতা যায় না। প্রথম গোলটা তো আমাদের গোলকিপারের ভুলেই হজম করতে হল। এত বড়মাপের একজন গোলরক্ষক, আগের ম্য়াচেই দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। এই সমস্যাটাই আমাদের বাংলার ফুটবলে হচ্ছে। আমরা ধারাবাহিকতা রাখতে পারি না। আমরা একদিন ভাল খেললে চারদিন খারাপ খেলে ফেলি।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ফাইনাল ম্য়াচের শুরু থেকেই নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র দাপট ছিল চোখে পড়ার মতো। খেলার প্রথমার্ধেই তারা ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। ৩০ মিনিটে প্রথম গোলটি করেন আশির। এরপর প্রথমার্ধের সংযুক্তি সময়ে পার্থিব গগৈ ব্যবধান বাড়ান।

থোই সিং, পরিবর্ত ফুটবলার হিসেবে খেলতে নামা জাইরো সামপেরিও, আন্দ্রেজ রডরিগস এবং আলাদিন আজারাই। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, স্বাধীনতা পরবর্তী সময়ে ডুরান্ড কাপ ইতিহাসে কোনও ফাইনাল ম্য়াচ ইতিপূর্বে কোনও দল এত বড় ব্যবধানে জিততে পারেনি।

দ্বিতীয়ার্যের শুরুতেই ডায়মন্ড হারবার এফসি-র হয়ে একমাত্র গোলটি করেন লুকা মাজেন।

Post a Comment

Previous Post Next Post