খড়দহে দাউদাউ করে জ্বলছে রঙের কারখানা, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন


খড়দহে রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, মঙ্গলবার ভোররাতে উত্তর ২৪ পরগনার খড়দহের ঈশ্বরীপুর এলাকায় একটি রঙের কারখানায় হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এ দিন ভোরে স্থানীয় বাসিন্দারা ওই রঙের কারখানা থেকে প্রথমে আগুন বেরোতে দেখেন। খবর পেয়ে প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বর্তমানে মোট ২০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে। কারখানা বন্ধ থাকায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Post a Comment

Previous Post Next Post