বাজি থেকে আগুন লেগে দাউ দাউ করে জ্বলল তিন তলা বাড়ি, রাতারাতি গৃহহীন ২ পরিবার


বাজির আগুনের একটি ফুলকি পড়েছিল বাড়ির খড়ের চালে। এর পর ধীরে ধীরে গোটা বাড়ি চলে যায় আগুনের গ্রাসে। রাতারাতি মাথার উপরে ছাদ হারাল দুই পরিবার। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার খাজরা-২ গ্রাম পঞ্চায়েতের বড়চাটি এলাকায়। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বড়চাটি গ্রামের বাসিন্দা সুরেন্দ্রনাথ মাইতি এবং সর্বেশ্বর মাইতির বাড়িতে হঠাৎই আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে তিনতলা মাটির বাড়িতে। খড়ের চালের বাড়ি হওয়ায় আগুন ভয়াবহ আকার নেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। দীর্ঘ সময় ধরে চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই গোটা বাড়ি। রাতারাতি দুই পরিবারের মাথার উপর থেকে ছাদ সরেছে। পথেই থাকতে হবে, কান্না জড়ানো গলায় জানান এই দুই পরিবারের লোকজন। প্রশাসনিক সাহায্যও দাবি করেছেন তাঁরা।

পরিবারের লোকজনের অভিযোগ, পাড়ায় বাজি পোড়ানো হচ্ছিল। নিষেধ করা সত্ত্বেও বাড়ি পোড়ানো বন্ধ হয়নি। বাজির আগুন থেকেই তাঁদের বাড়িতে আগুন লাগে। খড়ের চাল থেকে নিমেষে আগুন ধরে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান পুলিশ এবং দমকলের আধিকারিকরা।


Post a Comment

Previous Post Next Post