শীতের দাপটে কার্যত কাঁপছে বাংলা। উত্তরে হাওয়ার প্রভাবে রাজ্যজুড়ে নেমেছে ভরাডুবি তাপমাত্রা। মঙ্গলবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই কনকনে ঠান্ডার হাত থেকে এখনই মুক্তির সম্ভাবনা নেই। বরং আগামী আরও ৭ দিন দক্ষিণবঙ্গ জুড়ে জোরালো ঠান্ডা স্রোত বজায় থাকবে।
আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়, বিশেষ করে দার্জিলিঙে বরফ পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
মারকাটারি শীতের সতর্কতা
চলতি মরশুমে বাংলায় রেকর্ড শীত পড়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। রাজ্যের প্রায় ৯–১০টি জেলায় শীতের কামড় সবচেয়ে বেশি অনুভূত হবে।
উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে তীব্র শীতের দাপট থাকবে। এছাড়াও নদীয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলাতেও কনকনে ঠান্ডা অনুভূত হবে।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। পাশাপাশি ভোরের দিকে একাধিক জেলায় ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর দিক থেকে বইতে থাকা শুষ্ক হাওয়ার কোনও বাধা না থাকায় দক্ষিণবঙ্গে দ্রুত তাপমাত্রা নামছে। আগামী ৫ দিন এই পরিস্থিতি অব্যাহত থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলার তাপমাত্রা ১১ ডিগ্রির নীচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।