বিধানসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি। ময়দানে নেমে পড়েছে সব পক্ষ। পুরোদমে প্রচারের কাজে ব্যস্ত সব স্তরের নেতারা। এরই মধ্যে পারদ চড়িয়েছে এসআইআর। আপাতত শুনানি পর্ব চলছে। তারপরই স্পষ্ট হবে, পশ্চিমবঙ্গ থেকে ঠিক কত ভোটারের নাম বাদ পড়ছে। শুরু থেকেই এই প্রক্রিয়া নিয়ে সরব হয়েছে তৃণমূল। আর এবার মামলা হল সুপ্রিম কোর্টে।